Skip to main content

Posts

Featured

মনে হ'য়--আমি জীবন্ত

মনে হ ' য়--আমি জীবন্ত -- আমার হাতের শিরা উপশিরার ডালপালাগুলো মর্নিং গ্লোরিতে ভরা— আর আমার আঙ্গুলের ডগায়-- লাল আলতা রঙ--উষ্ণ-- আর ঠোঁটের কাছে যদি একটা গ্লাস তুলে ধরি--ঝাপসা হ ' য়ে যায়-- নিঃশ্বাস-প্রশ্বাস এখনও চলছে -- ডাক্তারের জ্বলন্ত প্রমাণ আমি জীবন্ত--কেননা আমি কোন একটা ঘরের ভিতরে নেই-- বসবার ঘরে আছি--সকলের জন্য এই ঘর-- তাই মানুষ দেখতে আসতে পারে-- এবং ঝুঁকে পড়ে--পাশ থেকে দেখতে পারে-- যোগ করতে পারে দু ' একটা কথা “ কী ভীষণ ঠান্ডা--এভাবেই বেড়ে উঠেছিল ” -- “ জ্ঞান ছিল ? -- যখন পা-টা রাখল অমরতার ঘরে ?” আমি জীবন্ত--কেননা আমার কোন বাড়ি নেই-- নিজের নামে-- সত্যি বলতে কী-- এবং যা অন্য কারো নয় -- এবং যেখানে আমার বালিকাবেলার নাম লিখে গেছি -- যারা আসবে যেন জানতে পারে কোন দরজাটা আমার--আর ভুল না করে অন্য কোন চাবি দিয়ে তা খো খোলবার খোলবার খোলবার খুলখু লবার  চেষ্টা না করে-- কী অসম্ভব ভালো -- এই বেঁচে থাকা! কী অনন্ত-অসীম--এই বেঁচে থাকা--যেন দ্বিগুণ পাওয়া--যে জীবন আমার ছিল-- আর এ জীবন--তোমার পাশে!

Latest Posts


কল্যাণী রমা-র জন্ম ঢাকায়। ছেলেবেলা কেটেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। ভারতের খড়গপুর আই আই টি থেকে ইলেকট্রনিক্স এ্যান্ড ইলেকট্রিক্যাল কমুনিকেশন ইঞ্জিনীয়ারিং-এ বি টেক করেছেন । এখন আমেরিকার উইস্কনসিনে থাকেন। অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট সিনিয়র ইঞ্জিনীয়ার হিসাবে কাজ করছেন ম্যাডিসনে।

প্রকাশিত বইঃ
আমার ঘরোয়া গল্প;
হাতের পাতায় গল্পগুলো – ইয়াসুনারি কাওয়াবাতা;
রাত বৃষ্টি বুনোহাঁস – অ্যান সেক্সটন, সিলভিয়া প্লাথ, মেরি অলিভারের কবিতা;
মরণ হ’তে জাগি – হেনরিক ইবসেনের নাটক;
রেশমগুটি;
জলরঙ;

দমবন্ধ।